অমিতাভ বচ্চন সহ পুত্র অভিষেক বচ্চন এর করোনা রিপোর্ট পজিটিভ : আরোগ‍্য কামনা করলেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়

12th July 2020 1:41 am বিনোদন
অমিতাভ বচ্চন সহ পুত্র অভিষেক বচ্চন এর করোনা রিপোর্ট পজিটিভ : আরোগ‍্য কামনা করলেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়


নিজস্ব সংবাদদাতা  : এবার করোনায় আক্রান্ত হলেন বিগ বি অমিতাভ বচ্চন । নিজেই টুইটারে ঘোষনা করেছেন সে কথা । এমনকি তাকে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে সে কথাও লিখেছেন বিগ বি । পরিবারের সকল সদস‍্যের নমুনা সংগ্ৰহ করা হয়েছে তার রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছেন বলেও জানিয়েছেন তিনি । স্বাভাবিকভাবেই এই খবরে দর্শক মহলে উৎকন্ঠা শুরু হয়েছে । এর ঘন্টা খানেকের পরেই টুই্যট করেছেন অমিতাভ বচ্চনের পুত্র অভিনেতা অভিষেক বচ্চন । পরিবারের অনান‍্যদের নেগেটিভ এলেও তার রিপোর্ট পজিটিভ বলে জানিয়েছেন তিনি । পিতা ও পুত্রের পজিটিভ রিপোর্ট আসায় আরো চাঞ্চল‍্য ছড়িয়েছে । এই সময়কালে উভয়ের সংস্পর্শে কতজন এসেছিলেন তার খোঁজ শুরু হয়েছে । অমিতাভ বচ্চন এর করোনা রিপোর্ট পজিটিভ এই খবরের পরেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করে টুইট করেছেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় । 





Others News

ফিরে এসো অপু - আকুল প্রার্থনায় আপামর বাঙালী

ফিরে এসো অপু - আকুল প্রার্থনায় আপামর বাঙালী


                    সৌম‍্য ঋষি 

----------------------------------------

আপনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, গভীর রাতে বা ভোরবেলা ফোন বাজলেই চমকে ওঠেন। আবার কারও মৃত্যু সংবাদ এল কি?  এবার কার পালা! 
রবীন্দ্রনাথ যেমন বলেছেন, "আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণখেলা নিশীথবেলা।" তেমনই আপনার কন্ঠে -" মৃত্যু আয় তিনপাত্তি খেলি"- অমর হয়ে থাকবে। যদিও আপনি লেখেননি, তবু যেন এটা আপনার। আপনার মনের কথাগুলি যেন অনেকদিন বাদে বললেন। আপনার সাদাকালো সিনেমা দেখে যেই প্রজন্ম বড় হয়েছেন তাদের মনে সবসময় আপনাকে আর উত্তম কুমারকে নিয়ে একটা তুলনা চলত। কিন্তু তারাও আপনার অভিনয়ের, কন্ঠের ভক্ত। অথচ বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়ের প্রথম পছন্দ ছিলেন আপনি।  আমরা যারা চল্লিশ থেকে পঞ্চাশের দিকে চলেছি এবং প্রতিনিয়ত আপনার নতুন নতুন কাজ দেখছি, তারা আপনার আকুল ভক্ত। ছোট ছোট বাজেটের ছবি, আর তাতে আপনার উপস্থিতি ছবিটিকে অন্য পর্যায়ে নিয়ে যায়।  আমরা অপুকে চিনি, ফেলুদাকে চিনি, জীবনে কি পাব না গানের সাথে নৃত্যরত সেই অভিনেতাকে যেমন চিনি, তেমন চিনি সেই অগ্রদানী ব্রাহ্মণকে - যার অসহায়তা চোখের জল ধরে রাখতে দেয় না - আবার কুন্তল কেও চিনি, পোস্তর দাদুকে চিনি, বেলাশেষের সেই বৃদ্ধকে চিনি, ধর্ষিতা নাতনির হয়ে বদলা নেওয়া ইঞ্জিনিয়ার  দাদুকে চিনি। পর্দায় আপনার সৌম্যদর্শন চেহারা, বিরামহীন এই কর্মজীবন শুধু আমাদের নয়, আমাদের পরের প্রজন্মকেও আপনার ডাই হার্ট ফ্যান করে তুলেছে। আজ মৃত্যু আপনার কাছে একটি আবশ্যিক ঘটনার মতো। রেখাপাত করার মতো নয়।  কারণ আপনি লিজেন্ড।  আমরা আপনাকে চিনি আপনার কাজ দিয়ে। যা আপনাকে চিরজীবী করবে। ব্যাক্তি সৌমিত্র চট্টোপাধ্যায় কেমন থাকেন, তাঁর নিজস্ব দুঃখ সুখ,তাঁর জীবনটা কি আমাদের মতোই সাধারণ না রূপকথার মতো - জানি না কিছুই। আপনি এই অসাধ্যসাধনটি করতে পেরেছেন। আমরা ঋদ্ধ হয়েছি আপনার কাজে। প্রণম্য আপনি। সুস্থ হয়ে ফিরে আসুন। না হয় আপাতত কাজ নাই করলেন। তবু জানব আছেন। আর যদি মৃত্যু আপনাকে ডেকে নেয়, তার কারণ অন্য হোক। করোনায় মরণ আপনার জন্য কাম্য না। কক্ষোনো না কক্ষোনো না ----

ছবি : সংগৃহিত